ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

করের চাপ বাড়তে যাচ্ছে মধ্যবিত্তদের ওপর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ , ১১:৩২ এএম


loading/img
ফাইল ছবি

নতুন অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতো থাকলেও মধ্যবিত্তদের জন্য করের হার বাড়াতে যাচ্ছে সরকার। বছরে যারা সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয় করেন, আসছে অর্থবছরে ৩০ শতাংশ কর দিতে হবে তাদের। এতদিন পর্যন্ত বার্ষিক আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর দিয়ে আসছিলেন উচ্চ এ আয়সীমার লোকেরা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উত্থাপিত হতে যাওয়া দেশের ৫৩তম এই বাজেট বর্তমান সরকারের প্রথম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট।

আসন্ন এ বাজেটে সরকার ধনীদের ওপর বেশি কর আরোপ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে কম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ঘোষিত হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সাড়ে ১৬ লাখ টাকার বেশি বার্ষিক উপার্জনকারীদের ওপর নির্ধারিত করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। তবে করমুক্ত আয়সীমা থাকবে আগের মতোই; সাড়ে তিন লাখ টাকা। এ ছাড়া এর পরবর্তী ১ লাখ টাকা আয়ের ওপর করহার থাকবে ৫ শতাংশ। আগামী বাজেটেও এই হার অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া বছরে সাড়ে ৭ লাখ টাকা উপার্জনকারীদের বর্তমানে ১০ শতাংশ হারে কর দিতে হয়। এবারের বাজেটে এই সীমা ১ লাখ টাকা বাড়িয়ে সাড়ে ৮ লাখ টাকা করা হতে পারে, তবে করের হার আগের মতোই থাকবে। একইসঙ্গে পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর বহাল থাকলেও সীমা বেড়ে হতে পারে ৫ লাখ টাকা।

অর্থাৎ, বর্তমানে যে ব্যক্তি তার সাড়ে ১১ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর দেন, তিনি বছরে সাড়ে ১৩ লাখ টাকা আয় করেও এবার একই সুবিধা ভোগ করবেন। 

বিজ্ঞাপন

অন্যদিকে, বর্তমানে সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ আয়কর আরোপিত আছে। উচ্চ-আয়ের এই শ্রেণির ওপর আগামী অর্থবছরে ৩০ শতাংশ কর নির্ধারণ করা হতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |