ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ

আরটিভি নিউজ

সোমবার, ০১ জুলাই ২০২৪ , ০৬:০৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের তিন হজ এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলসের বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌‌‘গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটে। ওইদিনই রাজধানীর বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।’

বিজ্ঞাপন

মো. সাইফুল ইসলাম বলেন, ‘এজেন্সি খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেলস এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলেও সৌদি সরকার বিষয়টি গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত হজ এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |