ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চান বিশিষ্টজনরা

আরটিভি নিউজ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ০৮:৩৮ পিএম


loading/img
ফাইল ছবি

দেশে চলমান পরিস্থিতি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতির বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

সভায় সম্প্রীতির বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান সময়টা খুব একটা ভালো নয়। গত ৫০ বছর যারা বাংলাদেশকে ভালোবেসে লড়াই করে গেছেন, তারা কোনো সংকটে ভয় পায় না। কাজেই এই আঘাত থাকবে না।

বিজ্ঞাপন

যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, আমরা কোনোভাবে সহিংসতা চাই না। কোটা আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাই। ছাত্রদের যৌক্তিক আন্দোলকে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

সভায় সম্প্রীতির বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসু দেব ধর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে বুদ্ধানন্দ মহাথেরো, খ্রিস্টান ধর্মযাজক রেভারেন্ড মার্টিন অধিকারী, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইউসুফ রাজ, বঙ্গবন্ধু গবেষক মেজর (অব.) আফিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |