ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত আসতে পারে

আরটিভি নিউজ

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ০৭:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাব অনুযায়ী, ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভা হবে। ওই সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ছুটির বিষয়ে প্রস্তাবনা গৃহীত হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে ওঠার পর বিষয়গুলো অনুমোদন পেলে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |