ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি পেতে হবে ওয়াসায় কর্মরতদের

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৭:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

এখন থেকে সকাল ৯টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে হাজির হওয়ার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা ওয়াসায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে। তাদের এই হাজিরা গণনা করা হবে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে। 

বিজ্ঞাপন

নতুন নির্দেশনা অনুযায়ী, যে কর্মকর্তা বা কর্মচারী উল্লিখিত সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা নিশ্চিতে ব্যর্থ হবেন, তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছেন।

বিজ্ঞাপন

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, ঢাকা ওয়াসার সব কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব কর্মস্থলে সকাল ৯টার মধ্যে ডিজিটাল, বায়োমেট্রিক টাইম অ্যাটেনডেন্ট ডিভাইস সিস্টেমে প্রবেশ ও বাহিরের সময় আবশ্যিকভাবে হাজিরা প্রদান করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা ওয়াসা।

তিনি আরও জানান, ডিজিটাল, বায়োমেট্রিক হাজিরার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরটিভি/এসএইচএম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |