ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির পরিসংখ্যান বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে: প্রেস সচিব

আরটিভি নিউজ

রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ০৩:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির পরিসংখ্যান জনসাধারণের সামনে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) রিসার্চ অ্যান্ড পলেসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি; বরং সেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রনে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর। বলা হয়েছে, এজন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী।

এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে তারা বলেন, যোগান বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে তদারকি জোরদার করতে হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |