ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বন্দিদের তথ্য ও সাক্ষাতের শিডিউল পাবেন যে নম্বরে

আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০১:২২ পিএম


loading/img
ফাইল ছবি।

বন্দিদের প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাতের শিডিউল নিতে মোবাইল ফোন সেবা চালু করা করেছে বাংলাদেশ সরকার। 

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। 

তিনি বলেন, এখন থেকে ‘09612021690’ নম্বরে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাতের শিডিউল পাবেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

দেশে চুরি-ছিনতাই বেড়েছে স্বীকার করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগষ্টের পর যেসব আসামি জেল থেকে পালিয়ে গিয়েছিল তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। তবে, এখনও ৭০০ আসামি পলাতক আছেন।

তিনি বলেন, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদেরও ধরা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |