ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দূষণবিরোধী অভিযানে ২৯ দিনে প্রায় ৯ কোটি টাকা জরিমানা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৯:৫১ পিএম


loading/img
ফাইল ছবি।

দূষণবিরোধী অভিযান চালিয়ে ২৯ দিনে সারাদেশে প্রায় ৯ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি সারাদেশে ২৮৭টি মোবাইল কোর্টের অভিযানে ৬৮৬টি মামলায় ৮ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ছাড়া ১০৭টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়। ৬৬টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সাতটি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক সিসা বা ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাসব্যাপী অভিযানে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা বা ব্যাটারি রি-সাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া গত বছরের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৩০৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৯১টি প্রতিষ্ঠান থেকে ৪৪ লাখ ২৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ১ লাখ ১৭ হাজার ২১৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

একইসঙ্গে ১১টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |