ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা

আরটিভি নিউজ 

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:০৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তাদের।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ পদযাত্রায় অংশ নেন দেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার এবং পৌরসভা ও সিটি করপোরেশনে  সাবেক মেয়র, কাউন্সিলর ও প্রার্থীরা।

পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা, এসময় সৃষ্টি হয় তুমুল বাকবিতণ্ডা। একপর্যায়ে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান আন্দোলনকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সারা দেশ থেকে আসা বিএনপি মনোনীত স্থানীয় সরকার নির্বাচনের এ প্রার্থী ও প্রতিনিধিরা।

সমাবেশ থেকে তারা জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।

আরটিভি/এসএইচএম/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |