চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে তাকে এ ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। ওই অনুষ্ঠানে ড. ইউনূস বক্তব্য দেবেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
চারদিনের সফর শেষে ড. মুহাম্মদ ইউনূসের শনিবার দেশে ফেরার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এরআগে, গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনে যান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ড. ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর।
আরটিভি/কেএইচ