ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সচিবালয়ে কর্মরতদের রেশন দেওয়ার সুপারিশ

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৫:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

সচিবালয়ের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রেশন দেওয়ার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ মার্চ) এ সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনা জন্য সুপারিশসহ নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ মার্চ দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দিতে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে অর্থ সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ কর্তৃক সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুদকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় রেশন সুবিধা দেওয়া সংক্রান্ত প্রস্তাবটি অনুকূল বিবেচনার জন্য সুপারিশসহ নির্দেশক্রমে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টার অনুমোদন রয়েছে।

এ দিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শনিবার (২৯) গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |