ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন প্রধান উপদেষ্টা, বিকেলে শুভেচ্ছা বিনিময়

আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৮:৪৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের দিন বিকেল ৪টায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের দিন বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। 

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত ছিল সকাল সাড়ে ৮টায়। সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষও ঈদগাহের প্রধান জামাতে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন। ক্বাবি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। 

প্রধান ঈদ জামাত ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |