ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এএসপি জাবেদকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১২:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

রাষ্ট্রপতির আদেশক্রমে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদপুর র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ পরোয়ানামূলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। সেহেতু জাবেদ ইকবালকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে, বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন তিনি।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ১৬ মার্চ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |