মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগ এনে করা মামলায় ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আকতার আট সপ্তাহের আগাম জামিন পেলেন। তবে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার তাদের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
গত বছরের ২৮ ডিসেম্বর মিথ্যা তথ্য দিয়ে মামলা ও হয়রানির অভিযোগে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আকতারের বিরুদ্ধে গোয়েন্দা বিভাগের(ডিবি) পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
মামলার ভাষ্য অনুসারে, গত ৩ জুলাই ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে অভিযোগ এনে ফরিদা আকতার আদাবর থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়ে বলে, ফরিদার অভিযোগ সত্য নয়।
চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ৯ ডিসেম্বর ফরহাদ মজহার তার হক গার্ডেনের বাসায় সংবাদ সম্মেলনে দাবি করেন, অপহরণকারীরা তাকে খুলনা-যশোর সীমান্তের দিক দিয়ে সীমান্তের ওপারে নিয়ে যাবার চেষ্টা করেছিল।
গত ৩ জুলাই ভোর পাঁচটার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে বের হবার পরপরই তাকে অপহরণ করা হয়।
আরও পড়ুন:
কে