বৈরী আবহাওয়ার কারণে ঢাকার চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (৩১ মে) বিকেলে সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইটগুলো অবতরণ করে। এরমধ্যে দুবাই থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটও রয়েছে।
এছাড়া কক্সবাজার-ঢাকা রুটের এয়ার অ্যাস্ট্রার ৪৪৬নং, রাজশাহী-ঢাকা রুটের ইউএস-বাংলার বিএস১৬৪ এবং একই প্রতিষ্ঠানের সৈয়দপুর-ঢাকা রুটের বিএস১৮৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো যাত্রীদের নিয়ে পুনরায় ঢাকায় চলে যাওয়ার কথা রয়েছে।
আরটিভি/আরএ