ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা আমান-আলম গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:০৫ পিএম


loading/img

বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও অন্যজন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম। শুক্রবার রাতে তাদের রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের উপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

অবশ্য শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে তুলে নিয়ে গেছে র‌্যাব।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নাজিম উদ্দিন আলমের মহাখালী ডিওএইচএসের বাসা ঘিরে রেখেছিল র‌্যাব-১। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব নিয়ে যায়।

গত মঙ্গলবার হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের হামলার পর থেকেই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ।

গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা ২৭৫ জনের বেশি বলে দাবি বিএনপির।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |