ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

৭ দিন পর কথা বলতে পারবেন নার্গিস

হোসাইন তারেক

সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ , ০৮:০৯ পিএম


loading/img

ডাকে সাড়া দিলেও কথা বলতে পারছেন না সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তবে ৭ দিন পর স্বাভাবিক কথা বলতে পারবেন বলে জানালেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার।

বিজ্ঞাপন

নার্গিসের অস্ত্রোপচার শেষে ডা. সাত্তার আরটিভি অনলাইনকে বললেন, গেলো ১০ অক্টোবর নার্গিসের নিঃশ্বাস স্বাভাবিক রাখতে গলায় অস্ত্রোপচার করা হয়। সেখানে একটা টিউব বসানো আছে। টিউবটি খুলে ফেললে ৭ দিনের মধ্যে সে কথা বলতে পারবে বলে আশা করছি।

রেজাউস সাত্তার বললেন, নার্গিসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। এখন তাকে ডাকলে চোখ খুলে, সাড়া দেয়।

বিজ্ঞাপন

নার্গিসকে আরো সুস্থ করে তুলতে সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাতে অস্ত্রোপচার করা হয়। তবে নার্গিসকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয় বেলা ১টায়। অস্ত্রোপচারের আগে ড্রেসিং করানো হয়। অর্থোপেডিক সার্জনরা পরে তার অস্ত্রোপচার করেন।


ডাক্তার রেজা বললেন, ডান হাতের অস্ত্রোপচার সফল হয়েছে। আশা করছি দ্রুত তার এ হাতটি ভালো হয়ে যাবে। তবে বাম হাতে আঘাতের পরিমাণ বেশি থাকায় সেটি এখন অবশ। তাই এখনো সেটির অস্ত্রোপচারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ চিকিৎসক আরো বললেন, মাথার বাঁ পাশের মগজে আঘাত পাওয়ায় নার্গিসের বাম হাতটির এ অবস্থা। তবে এখনো বলা যাচ্ছে না কতোটুক ভালো হবে। সেটা ভালো অবস্থায় আনতে হলে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে। সেক্ষেত্রে সময় লাগতে পারে ৩ থেকে ৪ মাস।

বিজ্ঞাপন

এদিকে নার্গিসের বড়ভাই শাহীন আহমেদ আরটিভি অনলাইনকে বললেন, আমার বোন এখন পরিবারের লোকজনকে চিনতে পারছে। নাম ধরে ডাকলে সে সাড়া দেয়। আশা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠবে।

বিজ্ঞাপন

তিনি বললেন, নার্গিসের অবস্থা প্রতিদিন ভালো হচ্ছে। তবে পুরো সুস্থ হতে কতো সময় লাগতে পারে তা সঠিক বলা যাচ্ছে না।

চিকিৎসার খরচ প্রসঙ্গে শাহীন আহমেদ বললেন, খরচ দিচ্ছে সরকার। আমরা এখন আর চিকিৎসার ব্যয় নিয়ে চিন্তা করছি না।


গেলো ৩ অক্টোবর নার্গিসকে সিলেট এমসি কলেজে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই নার্গিসের চিকিৎসা চলছে।

এইচটি/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |