ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

রাশেদ ফের ১০ দিনের রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৮ জুলাই ২০১৮ , ০৬:৪৮ পিএম


loading/img

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে ৫ দিনের রিমান্ড দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিত আজ(রোববার) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মাদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলা ভাঙচুর ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা দুই মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

এর আগে রাশেদকে আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জাইদুর রহমান জাহিদ ও মো. নুরুজ্জামান রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

কোটা সংস্কার নিয়ে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলা হয়। এ মামলায় তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ভাঙচুরের অভিযোগে অপর একটি মামলায় ৫ দিনের এ রিমান্ডেরর আদেশ দেন আদালত।

এর আগে গেল ১ জুলাই (রোববার) শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ২ জুলাই (সোমবার) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, রাশেদের ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ বিশ্লেষণ করে দেখা গেছে, বিকাশ, রকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে।

এদিন আদালতে রাশেদের বাবা নবাই বিশ্বাস, মা সালেহা বেগম, বোন রুপালি এবং স্ত্রী রাবেয়া আলো উপস্থিত ছিলেন।

এসময় রাশেদের মা বলেন, রাশেদ গ্রেপ্তার হওয়ার পর থেকে ঝিনাইদহ গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছেন। তিনি অসুস্থ।

রাশেদের বাবা বলেন, তিন বছর আগে বাসার ভিটেবাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে ছেলের লেখাপড়ার খরচ জুগিয়েছি। চেয়েছিলাম, ছেলে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি ধরবে। অথচ ছেলে তার জেলে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |