ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদার রিভিউ’র আদেশ বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৯ জুলাই ২০১৮ , ০২:১২ পিএম


loading/img

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির আদেশ রিভিউ (পুনঃবিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (১২ জুলাই) দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আজ(সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এ দিন ঠিক করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।

বিজ্ঞাপন

আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ, জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন।

--------------------------------------------------------
আরও পড়ুন: কোরআন-গীতা ছুঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন ৬০ পুলিশ কর্মকর্তা
--------------------------------------------------------

এর আগে এ মামলায় ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পর খালেদা জিয়াকে ১২ মার্চ ৪ মাসের জামিন দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন
Advertisement

পরে সে জামিন বহাল রেখে এই মামলার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট বেঞ্চকে নির্দেশ দেন আপিল বিভাগ।

পরে আপিল বিভাগের আদেশের পুনঃবিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। আজ এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন সর্বোচ্চ আদালত।

গেল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন বিশেষ আদালত। বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

একই মামলায় বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেয়া হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

এ মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। তাদেরকেও ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুন:

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |