ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই চুড়িহাট্টায় ভয়াবহ আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯ , ১০:৪৩ পিএম


loading/img

সিলিন্ডার বিস্ফোরিত হয়নি এবং বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়নি। ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যাল গোডাউন থেকে চকবাজার চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে এ তথ্য  উঠে আসে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তার দপ্তরে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি) প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে জানানো হয়, ভবনের দোতলার কেমিক্যাল গোডাউনে কোনও লিকেজ থেকে আগুনের শুরু হয়।

বিজ্ঞাপন

গেল ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬৭ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে মারা যান আরও চারজন। অগ্নিকাণ্ডের পর দুই দিনে ৪৮ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও বাকিদের পোড়া মরদেহ চেনার অবস্থা না থাকায় ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যে ১৯টি মরদেহের ডিএনএ নমুনা পরীক্ষা করেছে, তাদের মধ্যে ১১ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে বুধবার পর্যন্ত। ওই ১১ জনের মধ্যে আট জনের মরদেহ বুধবারই স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়। বাকি তিনজনের মধ্যে দু’জনের মরদেহ হস্তান্তর করা হয় আজ বৃহস্পতিবার।

এদিকে এ ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বিজ্ঞাপন

আরো পড়ুন: 

এমসি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |