ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ট্রেনে ঢিল নিক্ষেপকারীদের ধরিয়ে দেয়ার আহ্বান রেলমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৭ মে ২০১৯ , ০৬:২৬ পিএম


loading/img

চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপকারীদের দেখা মাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার এক বিবৃতিতে রেলমন্ত্রী বলেন, ট্রেনে ঢিল ছোড়া মারাক্তক অপরাধ। ঢিল নিক্ষেপাকারীদের কারণে ট্রেন যাত্রা অনিরাপদ হয়ে পড়েছে। ঢিলের আঘাতে যাত্রীরা আহত হচ্ছেন, এমন কী নিহতও হচ্ছেন।

বিবৃতিতে মন্ত্রী জানিয়েছে, সম্প্রতি উত্তরাঞ্চল ভ্রমণের সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বহনকারী ট্রেনে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে তিনি যে বার্থে ছিলেন তার জানালা ভেঙে যায়।

বিজ্ঞাপন

এছাড়া গত রোববার রাতে ঢাকা-রাজশাহী রুটে পদ্মা ট্রেনে ছোড়া দুর্বৃত্তের পাথরের আঘাতে জিশান নামের চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

বিবৃতিতে নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল সম্পদ রক্ষার দায়িত্ব সবার। দুস্কৃতিকারীদের ছোড়া ঢিলে ট্রেনের ক্ষতি হচ্ছে। এটি রেলের বিরুদ্ধে ষড়যন্ত্র কী না তা খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |