ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হজে যেতে টিকিটপ্রতি অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ, জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ , ০৯:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

হজে যেতে বিমানের টিকিটপ্রতি অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে তিনটি হজ এজেন্সিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, সরকার নির্ধারিত বিমান ভাড়া এক লাখ ২৮ হাজার টাকা। তারা হজযাত্রীদের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা বেশি নিচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করতে পারবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনুযায়ী একটি হজ এজেন্সিকে ৩০০ এর বেশি টিকিট দেয়া যাবে না। সৌদি এয়ারলাইন্স ৩০০ এর বেশি টিকিট দিচ্ছে। এ সুযোগে কয়েকটি এজেন্সি অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে।

জরিমানা হওয়া এজেন্সিগুলো হলো- হাশেম ট্রাভেলস, চ্যালেঞ্চার ট্রাভেলস ও গোল্ডেন বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |