ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভিকারুননিসায় মঙ্গলবার পর্যন্ত ফওজিয়ার যোগদান না করতে হাইকোর্টের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ , ০৪:২৪ পিএম


loading/img
ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে ফওজিয়া রেজওয়ানার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের পর আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত তাকে যোগদান না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আদালতে আবেদনটি দায়ের করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।

বিজ্ঞাপন

শুনানিতে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ১৯৭৯ সালের শিক্ষক সার্ভিস রেগুলেশন অনুসারে অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। ২০০৯ সালের রেগুলেশন অনুসারে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে পরিচালনা পর্ষদ। ২০০৫ সালের এনটিসিআর নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকলেও অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা দেওয়া হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকার অবৈধভাবে তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: চুয়াডাঙ্গায় ক্লিনিকে সিলগালা, জরিমানা ৫০ হাজার
---------------------------------------------------------------

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা পর্যন্ত যেনো ফওজিয়া রেজওয়ানা যোগদান করতে না পারেন তা নিশ্চিত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে সবুজবাগ সরকারী মহাবিদ্যালয়ের  অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানকে নিয়োগ দেয়  সরকার। ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |