ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

লালবাগে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ , ০৮:০৭ পিএম


loading/img
লালবাগে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে স্বদেশ সমাজ কল্যাণ সংঘ ও মানিক-রুপম স্মৃতি সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর লালবাগ রোডের ভাট মসজিদ এলাকায় সংগঠন প্রাঙ্গণে এই আয়োজনে যোগ দেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা।

সকাল থেকে স্থানীয় শিশু-কিশোরদের নিয়ে বেশ কয়েকটি ইভেন্টের মাধ্যমে খেলাগুলো শুরু হয়।

বিজ্ঞাপন

অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন স্বদেশ সমাজ কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা হাজী মহিবুর রহমান, উপদেষ্টা সৈয়দ রাশেদ পিনু খান, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও সাবেক ফুটবলার আব্দুর রশীদ।

বিজ্ঞাপন

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন অন্তরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব হোসেন, ফায়সাল আহমেদ খোকন, তানভীর হোসেন কালু, মো. সাইদুল হক শামিম, মোহাম্মদ কামরান, জাহিদ মুরাদ রাতুল, মোখলেসুর রহমান, ইমরান হোসেন ও ইয়সির আরাফাত কুশল।

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |