ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের করোনা পজিটিভ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০১ জুন ২০২০ , ১০:২০ পিএম


loading/img
ছবিঃ সংগ্রহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ। 

বিজ্ঞাপন

আজ সোমবার রাতে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি আছেন। সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি আছেন তিনি। আজ রাত ৯টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বিজ্ঞাপন

সূত্রে জানা গেছে, মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনও ধরণের শ্বাসকষ্ট নেই। আপাতত তিনি সুস্থ আছেন। 

তার ছেলে আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, জরুরি দরকার হলে বাবাকে সিএমএইচে নিয়ে যাব। তিনি (প্রধানমন্ত্রী) সিএমএইচে কথা বলে রেখেছেন।

বেশ কয়েক দিন ধরে অসুস্থ নাসিমের চার দিন আগেও একবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তখন রেজাল্ট ‘নেগেটিভ’ এসেছিল বলে তার ছেলে জানান।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

এর আগে ঠাণ্ডা-জ্বর নিয়ে  রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। হাসপাতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |