ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

কুরবানির বর্জ্য শতভাগ অপসারণ: ডিএসসিসি (ভিডিও)

আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২০ , ০১:২৬ পিএম


ঈদুল আজহার দ্বিতীয় দিনে (২ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের কুরবানির পশুর বর্জ্য রোববার রাত সাড়ে ১২টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করে বলেন, দ্বিতীয় দিনে মোট ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বমোট ৩৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকা হতে এই বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, ঈদের প্রথম দিনের (২ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত) কুরবানির পশুর বর্জ্য হিসেবে ৮৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিনের বর্জ্যসহ সব মিলিয়ে ১১ হাজার ১৯৮ মেট্রিকটন বর্জ্য অপসারণ করা হয়েছে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |