ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

রুয়েটে ‘উন্নয়ন প্রকল্পের’ নামে বৃক্ষ নিধন বন্ধের দাবি

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ , ০৮:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘উন্নয়ন প্রকল্পের’ নামে অর্ধ শতাব্দীরও বেশি পুরনো বৃক্ষ নিধন বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের যুগ্ম সচিব রেজাউল করিম মহব্বত বলেন, আমরা সুনির্দিষ্টভাবে অর্ধ শতাব্দীর বেশি পুরনো এই গাছ কাটার ব্যাখা চাই। এসব গাছ থেকে রুয়েট ক্যাম্পাস যা পেয়েছে তা অপূরণীয়। অথচ এগুলো নির্বিচারে কেটে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহী একটি চরমভাবাপন্ন এলাকা। আবহাওয়া অনুকূলে রাখার জন্য যেখানে পরিকল্পিতভাবে পুরো রাজশাহী জুড়ে গাছ লাগানো হচ্ছে, সেখানে রুয়েটের মতো জায়গায় স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মাধ্যমে গাছ কেটে রাজশাহীকে শঙ্কায় ফেলে দেওয়া হচ্ছে।  

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে বৃক্ষ নিধনের এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তিনি।

এসজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |