ঢাকাSaturday, 05 April 2025, 22 Choitro 1431

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৪:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবু জোবায়ের নিলয় (২৫)। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

আবু জোবায়ের ঢাকার সাভারের ফুলবাড়িয়ায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আবু জোবায়েরের পরিবারের সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত। জোবায়ের ও তার মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং একপর্যায়ে রক্তের প্লেটিলেটের সংখ্যা অত্যাধিক কমে যাওয়ায় তার মৃত্যু হয়। পরে আজ সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সহপাঠীদের থেকে জানা যায়, নিলয় রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ২০১৬ সালে সাভারের অ্যাসেড স্কুল থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০১৯ সালে রুয়েট এ ভর্তি হন।

আরটিভি/এএএ/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |