সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিনকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের নির্দেশসংবলিত একটি অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন নির্দেশের অভিযোগের তীর শাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খানের দিকে। তবে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান আরটিভি নিউজকে বলেছেন, ‘তিনি এমন কোনও কথা বলেননি’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ফোন কলে শাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান তার অনুসারী উপদপ্তর সম্পাদক সাজিবুর রহমানকে কথোপকথনের একপর্যায়ে নির্দেশ দেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রহুল আমিনকে ক্যাম্পাস ছাড়া করার জন্য তাকে গেস্টরুমে নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে ও ভিডিও করে রেখে দিতে। তবে ফোনের কথাগুলি তিন মাস আগের।
ভাইরাল হওয়া অডিওর ১৪ মিনিট ৫৪ সেকেন্ডে ইমরান খান সজিবুর রহমানকে বলেন, 'রহুল যদি ২৮ তারিখ ক্যাম্পাসে আসে তাইলে গেস্ট রুমে নিয়া যাবি, নিয়া যাইয়া বাইন্ধা কাপড়-চোপড় সব খুইলা ফেলতে পারবি না? কাপড়-চোপড় খুইলা জাস্ট বলবি আসসালামু আলাইকুম, আর ক্যাম্পাসে আসবি না। বুজ্জিস না, ভিডিও একটা কইরা রাইখা দিবি, জুতার বাড়ির ভিডিওটা আমি করে রেখে দিছি, মনে করো দুইটা এটাচ করে বাজারে ছেড়ে দিলে...।'
এদিকে গেলো সপ্তাহে এ কথোপকথন ফাঁসের পর ফেসবুকে পোস্ট করে আত্মহত্যার ঘোষণা দেন সজিবুর রহমান। সব ধরনের নোংরা রাজনীতি তার সঙ্গে করা হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্ট দেয়ার কিছুক্ষণ পর তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তার রাজনৈতিক সহযোগীরা। তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান আরটিভি নিউজকে বলেন, সজীব ৪০টি ঘুমের ওষুধ খেয়েছিল। তাকে আমরা সোহরাওয়ার্দি মেডিকেলে নিয়ে চিকিৎসা করিয়েছি।
তবে সাধারণ সম্পাদক ইমরান খান আরটিভি অনলাইনকে বলেন, সজীবকে তিন মাস আগে অপহরণ করে ছিলো ছাত্রদলের ক্যাডাররা। এরপর মোবাইল থেকে অডিও নিয়ে জোড়াতালি দিয়ে এ অডিও প্রকাশ করা হচ্ছে। অফিস থেকে ফোন কলের রেকর্ডগুলি বের করলে সত্যটা বের হবে। প্রকাশিত অডিওর কিছু সত্য, কিছু মিথ্যা, যা কেউ ভালো করে শুনলে বুঝতে পারবে আর সজীবের আত্মহত্যার চেষ্টার বিষয়টি অত্যন্ত গুরুতর। আর সজিবের গ্রেপ্তারের বিষয়ে একটি মামলা আছে থানায়। এই মুহূর্তে অসুস্থ আছে। সুস্থ হলে দ্রুত বিচার আইনে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। অপরদিকে শাবি ছাত্রলীগ সভাপতির সঙ্গে আমার কোনও বিবাদ নেই।
অপরদিকে শাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
অন্যদিকে শাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন আরটিভি নিউজকে জানান, বিষয়টি আমি শুনেছি। বর্তমানে বিজয়ের মাস ডিসেম্বর চলছে। কিছুদিনের মধ্য আমি ঢাকা যাব। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।
জেবি