বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিলে (বিএমআরসি) আবেদন জমা দেওয়ার তিন সপ্তাহ হলেও গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য এখনো অনুমোদন পায়নি। বিষয়টি জানান আবিষ্কারক দলের বৈজ্ঞানিক ও বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ।
আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিক কাকন নাগ এবং নাজনীন সুলতানা শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন বৈজ্ঞানিক কাকন নাগ বলেন, প্রায় ৩ সপ্তাহ হতে চললো আমরা বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিলে আবেদন জমা দিয়েছি এথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য। ঔষুধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে উচ্চ পর্যায়ের টিম গঠন করেছিলেন সাইন্টিফিক রিভিউ কমিটি, তারা একাধিকবার আমাদের ডাটা এনালাইসিস করেছেন, অডিট করেছেন। তারা সবকিছু সন্তোষজনক পাওয়া সাপেক্ষে আমাদের জিএমপি লাইসেন্স দিয়েছেন, এই ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, উৎপাদন করার জন্য। তার মানে হচ্ছে টেকনোলজিক্যালি ও সাইন্টিফ্যাকিলি এটা কার্যকরী এবং নিরাপদ, এইটুকু প্রমাণ আমরা পেয়েছি, সেই স্বীকৃতি পেয়ে গেছি সরকারের কাছ থেকে।
এম