ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অভিজিৎ হত্যার প্রতিবেদন ৩০ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ , ০৫:৪০ পিএম


loading/img

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন আসছে ৩০ মে।

বিজ্ঞাপন

বুধবার আদালতে অভিজিৎ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল না করে সময় চান। পরে আদালত আবেদন আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

এ নিয়ে অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ ২৫ বার পেছালো।

বিজ্ঞাপন

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমির একুশে বইমেলা থেকে বের হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় অভিজিতের বাবা শাহবাগ থানায় মামলা করেছেন, তাতে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলেন- মো. তৌহিদুর রহমান গামা, শফিউর রহমান ফারাবী, সাদেক আলি মিঠু, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান ও মান্না ইয়াহিয়া ওরফে মান্না রাহী।

তবে অভিজিৎ হত্যা মামলায় জামিনে থাকা আবুল বাসার অন্য মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন।

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |