বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১১ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত।
আজ (সোমবার) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ তারিখ ঠিক করেন। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল।
ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ ঠিক করা হয়।
এ নিয়ে অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ বেশ কয়েকবার পেছানো হলো।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদও আহত হন।
হত্যা কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন। তাতে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য সরকার বরাবরই বল হচ্ছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন।
জেএইচ