ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নিষ্ঠুর নিয়মে জ্বলছি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ০৩:৪১ পিএম


loading/img
লেখক- মো. গোলাম মোস্তফা (দুঃখু)

তুমি অচেনা শক্তির বল,
 তোমার না দেখা ছবি! 

বিজ্ঞাপন

আমার কষ্টের সঙ্গী,
তোমার হৃদয় আয়না।

যে পথে আসবে ফিরে,
সেই পথের ঠিকানা অন্ধকারে বন্দি।    
 

বিজ্ঞাপন

ঘুমের কল্পনায় বায়না ধরে
না বলার অনেক গল্প বলে। 

হৃদয়ের আয়নাতে ফিরে এসো,
নয়ন আলোর শক্তি দিয়ে!
ফিরে এসো অন্ধকারকে বিদায় জানাতে।

যদি ফিরে এসো, 
মুক্ত আসমানে আবারও
 কবিতা লিখবো তোমার নামে।

বিজ্ঞাপন

নিষ্ঠুর নিয়মে জ্বলছি, 
তোমার স্পর্শ না পেয়ে।

লেখক- গণমাধ্যম কর্মী

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |