ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বুয়েটে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

বুধবার, ১২ জানুয়ারি ২০২২ , ০৭:২৭ পিএম


loading/img
ফাইল ছবি

করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা করা হয়েছে। ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য  জানানো হয়। 

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিওরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

এদিকে গত ৫ জানুয়ারি করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয় এ বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া হবে। 

উল্লেখ্য, দীর্ঘ দেড় বছরের বন্ধ শেষে গত বছরের ১০ নভেম্বর থেকে বুয়েটের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। পরে ১৩ নভেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

আরএ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |