ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রমজানের রোজা ফরজ হওয়ার ৬ শর্ত

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ এপ্রিল ২০২২ , ১১:৪৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি। দ্বিতীয় হিজরিতে রোজা মুসলমানদের ওপর ফরজ হয়েছে। রোজা ফরজ হওয়ার শর্ত যাদের মাঝে বিদ্যমান থাকবে, তাদেরকে রোজা রাখতে হবে। কারণ, তাদের জন্য রোজা রাখা ফরজ বা আবশ্যক কর্তব্য। আল্লাহ তা’আলা কুরআনে বলেন, ‘তোমাদের মধ্যে যারা এই (রমজান) মাস পাবে, তারা যেন এ মাসে রোজা পালন করে। (সুরা বাকারা : আয়াত ১৮৫)। রোজা ফরজ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে।

বিজ্ঞাপন

রোজা ফরজ হওয়ার শর্তগুলো-

১. মুসলিম হওয়া। অমুসলিমের ওপর রোজার বিধান নেই।

বিজ্ঞাপন

২. প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের ওপর রোজা ফরজ নয়।

৩. জ্ঞান সম্পন্ন হওয়া। অর্থাৎ মস্তিষ্ক বিকৃত (পাগল) কারো ওপর রোজা ফরজ নয়।

৪. হায়েয তথা ঋতুকাল এবং নেফাস তথা সন্তান জন্মদান পরবর্তী সময়ে পবিত্র থাকা। মহিলাদের হায়েজ ও নেফাসের সময়ে রোজা রাখা যাবে না। হায়েজ-নেফাসের কারণে যে কয়টা রোজা ভঙ্গ হবে, তা পরবর্তীতে কাজা করে নিতে হবে।

বিজ্ঞাপন

৫. রোজা পালন সামর্থবান হওয়া।

বিজ্ঞাপন

৬. মুসাফির না হওয়া। কারণ, মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। পরবর্তীতে কাজা করে নিতে হবে।

যারা রোজা পালনের শর্তগুলোর আওতায় থাকবে; তাদের জন্য রোজা পালন করা আবশ্যক বলে জানান আলেমরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |