ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘ছাত্ররা যুগ্ম সচিব, আমরা চতুর্থ গ্রেডে’

আরটিভি নিউজ

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১১:১৭ পিএম


loading/img

আমার কয়েকজন ছাত্র যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবরাও জুনিয়র, কিন্তু আমরা এখনও চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি বলে আক্ষেপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (২৫ এপ্রিল) ঢাকা কলেজে বীর মুক্তিযোদ্ধা শহীদ আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

নেহাল আহমেদ বলেন, মাউশির মহাপরিচালকের পদটি গ্রেড-১ এর পদ। কিন্তু এটা এমন একটি জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে, যেখানে দ্বিতীয় গ্রেড নেই। তৃতীয় গ্রেডে অল্প কয়েকটি পদ দেওয়া হয়েছে। সেগুলোও কার্যকর করায়ও বিলম্ব হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্যাডারের সব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তা পদায়নে যথাযথ গ্রেড পদ্ধতি কার্যকরসহ বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে এসেছে। এসব সমস্যা দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীকে ‘শিক্ষা ও শিক্ষকবান্ধব মানুষ’ আখ্যা দিয়ে দীপু মনি বলেন, যেকোনো যুক্তিসঙ্গত দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলে তিনি সহজেই পূরণ করেন। শিক্ষা ক্যাডারের অপ্রাপ্তি ও দাবিদাওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে যথাযথভাবে তুলে ধরা হবে। আশাকরি তিনি দাবিগুলো পূরণ করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |