সুকুমার সরকারকে (সংবাদ প্রতিদিন) আহ্বায়ক ও শাহিদুল হাসান খোকনকে (ইন্ডিয়া টুডে) সদস্য সচিব করে ঢাকাস্থ মাগুরা জেলা সাংবাদিক ফোরামের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ জুন) ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে জাহিদ রহমান (চ্যানেল আই অনলাইন) ও সুনীতি কুমার বিশ্বাসকে (প্রথম কথা)। এছাড়া সদস্য মনোনীত হয়েছেন সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান টুকু, সমকালের হাসান জাকির ও চ্যানেল আইয়ের শাহীন রহমান।
রাজধানীর বাংলামোটরে সিনিয়র সাংবাদিক সুকুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন এশিয়ান টিভির এরশাদ হোসেন, আমাদের বার্তার এনামুল হক প্রিন্স, সময় টেলিভিশনের প্রভাষ চৌধুরী, কলকাতা টিভির আব্দুল্লাহ আল সাফী, জাগো নিউজের নাহিদ সাব্বির, সময় টিভির আবু আজাদ প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করবে। পরবর্তীতে সুবিধামতো সময়ে এ কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।