ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

আরটিভি নিউজ

রোববার, ১২ জুন ২০২২ , ০৩:০১ পিএম


loading/img
ফাইল ছবি

অননুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বিজ্ঞাপন

রোববার (১২ জুন) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অননুমোদিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান চাইলেই অন্যসব প্রতিষ্ঠানের মতো হুট করে বন্ধ করে দেওয়া যায় না। পরিকল্পনা করে বন্ধের একটি রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশই প্রাথমিক বিদ্যালয়। এসব শিক্ষার্থীদের সরকারি প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হবে। এ ছাড়া নিম্নমাধ্যমিক থেকে উচ্চ পর্যায়ের অননুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী অনুমোদিত প্রতিষ্ঠানে যুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে। যত্রতত্র কিন্ডারগার্টগুলোও নীতিমালয় আনা হবে। 

দীপু মনি বলেন, শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সেটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |