টুথ ফেইরি’র ফ্রি ডেন্টাল ক্যাম্প

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ , ০৯:১৭ পিএম


টুথ ফেইরি’র ফ্রি ডেন্টাল ক্যাম্প

ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছে ‘টুথ ফেইরি’ ফাউন্ডেশন। ১০ জন অভিজ্ঞ ডেন্টাল সার্জন এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন। ক্যামেরা জার্নালিস্টদের জন্য কমিউনিটি বেইজড ডেন্টাল প্রোগ্রাম এটি।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর সোনারগাঁওয়ে ‘টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’ এর আয়োজনে এই ডেন্টাল ক্যাম্পে প্রায় ২০০ জন টিভি ক্যামেরা জার্নালিস্ট বিনামূল্যে দাঁতের সেবা পান। এ সময় তাঁদের দাঁতের রোগ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন ডাক্তারদের কাছে।
 
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আলভী রহমান বলেন, ‘মুখ ও দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি বিনামূল্যে চেকআপ ও টুথপেস্ট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমাদের সাংবাদিক ভাই ও বোনদের সুস্বাস্থ্য কামনায় আজকের এই উদ্যোগ নিয়েছি। আশা করি এভাবে ধীরে ধীরে আমরা দেশের সবাইকে দাঁত ও মুখের যত্ন নিতে সচেতন করতে পারবো।’

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েনের সভাপতি শেখ মাহাবুব আলম বলেন, ‘টিভি ক্যামেরা জার্নালিস্টদের জন্য টুথ ফেইরি ফাউন্ডেশনের এই আয়োজন আমাদের দাঁতের সুরক্ষার পাশাপাশি পেশাগত জায়গায়ও ভূমিকা রাখবে। একদিকে যেমন আমরা দাঁতের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলাম, একইভাবে আমরাও আমাদের সাংবাদিকতার মাধ্যমে সুরক্ষা সচেতনতার বিষয়টি গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো।’

বিজ্ঞাপন

এই ক্যাম্পের সঞ্চালক এবং ‘টুথ ফেইরি ফাউন্ডেশনের’ কোষাধ্যক্ষ ডা. রিজওয়ান হিমেল বলেন, ‘প্রতি ছয় মাস অন্তর অন্তর দাঁত ও মুখগহ্বর এর স্বাস্থ্য চেক আপ খুবই জরুরি। আমরা চেষ্টা করি আমাদের ক্যাম্পগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে এ ব্যাপারে জানাতে এবং নিজের দাঁত-সুরক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলতে।’

প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে দাঁতের যত্ন সংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। সংগঠনটি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মুখগহ্বর এর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission