ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন শিক্ষাক্রমে বিষয় নির্ধারণের নির্দেশ

আরটিভি নিউজ

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ , ০৭:২৩ পিএম


loading/img

মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষকদের বিষয় নির্ধারণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের বিষয় নির্ধারণ করে ডাটাবেজে এন্ট্রি দিতে হবে।

বিজ্ঞাপন

মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সাক্ষরে এমন আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে আরও বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ কার্যক্রম চালু হতে যাচ্ছে। এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সাহায্যে শিখন করতে হবে। ব্যাপক পরিবর্তন করা এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে। তবে প্রশিক্ষণ দেওয়ার আগে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদান রত শিক্ষকদের বিষয় নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে মাধ্যমিক পর্যায়ে পাঠদান রত শিক্ষকদের বিষয় নির্ধারণ করে শিক্ষকদের ডাটাবেজ হালনাগাদ করতে হবে। এর জন্য ইএমআইএস ওয়েবসাইটে একটি মডিউল করা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাদের ইআইআইএন নম্বর আছে তারা ইএমআইএস ওয়েবসাইটে লগইন করতে পারবেন। তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবেন। যেসব নন এমপিও শিক্ষক রেজিস্ট্রেশন করেননি তারাও দ্রুত রেজিস্ট্রেশন করে বিষয় নির্ধারণ করতে পারবেন বলে আদেশে বলা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |