ঢাকা

‘অনলাইন গণমাধ্যম মূল ধারার কিনা সময়ই বলে দেবে’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯:৩১ পিএম


loading/img

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ফারুক আহমেদ বলেছেন, অনলাইন গণমাধ্যম মূল ধারার কিনা তা সময়ই বলে দিবে। কেননা ফলেই বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এটা বলতে পারি, আমরা প্রতিনিয়তই অনলাইন গণমাধ্যমের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটে আয়োজিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউট ও ইউনিসেফের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মো. ফারুক আহমেদ বলেন, আপনাদের তথ্যই সবার কাছে পৌঁছায়। তাই আপনারা নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণের বিশ্বাসের জায়গায় পৌঁছে যাবেন।

বিজ্ঞাপন

উপস্থিত অনলাইন গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক শাহিন ইসলাম বলেন, গণমাধ্যম কর্মীদের দেশ ও জাতির প্রতি অনেক দায় রয়েছে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে পাশে থাকবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |