ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দুই মাসে ঠান্ডাজনিত রোগে ৭৮ জনের মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ , ০৫:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

সারাদেশে গত দুই মাসে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ হাজার ১৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৮ জনের। একইসময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪১ হাজার ৪৫৫ জন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছরের প্রথম সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়। গতমাসে শিশু হাসপাতালে মারা যাওয়া রোগীর এক চতুর্থাংশ ছিল নিউমোনিয়া আক্রান্ত। গত তিন মাসে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাটিতে ভর্তি হয়েছে এক হাজার ৮৪ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |