ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস চালুর পরিকল্পনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চ্যানেলস নামে নতুন চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠাতে পারবেন। দ্রুতই ফেসবুক ও মেসেঞ্জারে চ্যানেলস সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু হতে পারে।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে সম্প্রতি পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা চালু করেছে মেটা। নির্দিষ্ট সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রাথমিকভাবে এ সুবিধা পরখ করার সুযোগ পেয়েছেন। ইনস্টাগ্রামে চ্যানেলস সুবিধায় কনটেন্ট নির্মাতাদের পাঠানো বার্তা অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠানো যায়।

ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। শুধু তা-ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে এই চ্যানেলস সুবিধায়।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |