ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম উদযাপন

শনিবার, ১৩ মে ২০২৩ , ০৮:০৬ পিএম


loading/img

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের দুই পর্বের অ্যানুয়াল প্রোগ্রাম-২০২৩ এর প্রথম পর্ব।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশান ক্লাবের পেটিও হলে শুক্রবার (১২ মে) বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অ্যানুয়াল প্রোগ্রামের প্রথম পর্বে স্কুলটির প্লে-গ্রুপ থেকে ইয়ার টু শ্রেণির ছাত্র-ছাত্রীরা আমন্ত্রিত অতিথিব ও তাদের অভিভাবকদের সামনে নাচ, গান, অভিনয়সহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কমনওয়েলথ–লন্ডনের সাবেক পরিচালক, ও বাংলাদেশ সরকারের বোর্ড অফ ইনভেস্টমেন্ট এর সাবেক মন্ত্রী ও এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. এম মোকাম্মেল হক। সম্মানিত অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ সরকারের সাবেক তথ্য কমিশনার ও আজকের পত্রিকার বর্তমান সম্পাদক প্রফেসর ড. গোলাম রহমান, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সাহেদুল হক (অবঃ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান।

অনুষ্ঠানের সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা এবং পরিচালক মোসলেহ উদ্দিন মৃধা স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খান ও অন্যান্য কো-অর্ডিনেটরদেরকে সাথে নিয়ে অতিথিদের স্বাগত জানান এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |