ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সন্তানের বিয়ের ক্ষেত্রে মা-বাবার করণীয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ , ১১:১৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সন্তানকে যথাযথ প্রতিপালন করা মা-বাবার অপরিহার্য কর্তব্য। প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিয়ে দেওয়ার বিষয়টিও মা-বাবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, কোরআন ও হাদিসে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিয়ে দাও। তারা অভাবি হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। (সুরা নুর : আয়াত ৩২)।

প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে দেরি না করার নির্দেশ দিয়েছেন হজরত মুহাম্মদ (সা.)। 

বিজ্ঞাপন

হজরত আলী (রা.) কে হজরত মুহাম্মদ (সা.) বলেন, হে আলী, তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। মৃত ব্যক্তির জানাজা যখন হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না। (তিরমিজি ১/২০৬)

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেন, যার কোনো সন্তান হলো সে যেন তার সুন্দর নাম রাখে এবং উত্তম শিষ্টাচার শিক্ষা দেয়। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ে দেবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানকে যদি বিয়ে না দেয় এবং সে পাপে লিপ্ত হয়, তাহলে বাবা গুনাহগার হবে। (বাইহাকি ৮১৪৫)

গুনাহমুক্ত জীবন গঠনে সবদিক থেকে উপযুক্ত ছেলে যদি বিয়ে করতে চায় তবে মা-বাবা যথাযথ সহযোগিতা করা উত্তম। বরং এ ক্ষেত্রে মা-বাবার কর্তব্য হলো বিয়ের ক্ষেত্রে উপযুক্ত ছেলের আগ্রহ ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে বিয়ের ব্যাপারে তাকে সুপরামর্শ দেওয়া। বিয়েতে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করা। 

বিজ্ঞাপন

ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাজহাবের ফতোয়া অনুযায়ী ছেলে-মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবার জন্য ওয়াজিব বা আবশ্যক। আল্লাহ মুসলিম উম্মাহর সব বাবা-মা ও অভিভাবককে উপযুক্ত ছেলেদের ব্যাপারে সার্বিক দেখাশোনা, খোঁজখবর নেওয়া ও বিয়েশাদির ব্যবস্থা করে গুনাহমুক্ত রাখার তাওফিক দান করুন। আমিন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |