ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিপদে ৪০ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ , ০১:১৪ পিএম


loading/img

বর্তমানে অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই ম্যালওয়্যার আক্রমণ সম্পর্কে কম-বেশি অবগত রয়েছেন। এরপরও হ্যাকাররা নিত্যনতুন উপায়ে সাধারণ মানুষের ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি গবেষকদের দ্বারা গুগল প্লে-স্টোর-এ এমনই ১০০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো ম্যালওয়্যার সংক্রমিত। ব্লিপিং কম্পিউটারের সঙ্গে জুটি বেঁধে সিকিওরিটি রিসার্চার ডক্টর ওয়েব, এই নতুন স্পাইওয়্যারটি খুঁজে পেয়েছে। যার নাম ‘SpinOK’। এর দ্বারা সংক্রমিত অ্যাপগুলো এখনো পর্যন্ত ৪২১,২৯০,৩০০ বার (প্রায় ৪০ কোটি) ডাউনলোড করা হয়েছে।

SpinOK ম্যালওয়্যার কি?

ডক্টর ওয়েবের রিপোর্টে বলা হয়েছে, এই ট্রোজান ম্যালওয়্যারটি শুরুতে একটি বিজ্ঞাপন দেখায়। যেখানে ব্যবহারকারীদের দৈনিক পুরস্কারের টোপসহ মিনিগেম ডাউনলোড করতে বলা হয়। এর ফলে অনেকেই আকৃষ্ট হয়ে বিজ্ঞাপনগুলোকে বৈধ বলে মনে করেন। তারপর বিজ্ঞাপনে দেখানো অ্যাপ একবার ডাউনলোড করলে, ডিভাইসে সংরক্ষিত ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরি করে এবং দূরবর্তী একটি সার্ভারে (হ্যাকারদের কাছে) পাঠিয়ে দেয়।

রিপোর্টে আরও বলা হয়েছে, সংক্রমিত অ্যাপগুলোতে বিভিন্ন স্তরের ক্ষতিকারক কনটেন্ট খুঁজে পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে সরানো হয়েছে। তবে কোনো ডিভাইসে অ্যাপগুলো এখনও থাকলে সেগুলো শীঘ্রই আনইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে স্মার্টফোন ব্যবহারকারীদের।

যেভাবে ক্ষতিকারক অ্যাপ শনাক্ত করবেন-

বিজ্ঞাপন

  • অ্যাপ-এর পারমিশন চেক করুন। অত্যধিক বা অপ্রয়োজনীয় অনুমতি চাইলে সেই অ্যাপ এড়িয়ে চলুন।
  • ব্যবহারকারীদের রিভিউগুলো ভালো করে পর্যালোচনা করুন।
  • ইন্সটল-টু-রিভিউ অনুপাত মূল্যায়ন করুন– কতজন লোক রিভিউ দিয়েছে, তার তুলনায় কতজন এই অ্যাপ ইনস্টল করেছে তার পরিমাপ হলো ইনস্টল-টু-রিভিউ অনুপাত।
  • আপনার ডিভাইসটিকে এই ধরনের ক্ষতিকারক এবং দূষিত অ্যাপ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।
  • অ্যাপ ডেভেলপারের বিষয়ে ভালোভাবে জানুন– ব্যবহারকারীদের রিভিউ, ওয়েবসাইট, একই ডেভেলপারের অন্যান্য অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া চেক করে ডেভেলপারের বৈধতা যাচাই করুন।
  • অ্যাপের বিবরণে বানান বা ব্যাকরণগত ত্রুটি, অস্পষ্ট তথ্য বা অ্যাপের কার্যকারিতার বিবরণ ভালোভাবে দেখে নিন।
  • পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের বিবরণের মতো সংবেদনশীল ডেটা চাইছে এমন অ্যাপ ডাউনলোড করার থেকে এড়িয়ে চলুন।

উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করে অ্যাপ ডাউনলোড করার সময় সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করুন। কোনো অ্যাপ সন্দেহজনক মনে হলে সেটি ইনস্টল না করাই ভালো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |