ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ জুন ২০২৩ , ০৫:৫৩ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর বকশি বাজারে অবস্থিত দেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ সরকারি মাদরাসা-ই-আলিয়ায় নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জুন) তাকে সরকারি মাদরাসাটির অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মুহাম্মাদ আবদুর রশীদকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া অধ্যক্ষ হিসেবে সরকারি প্রেষণে পদায়ন করা হলো।

বিজ্ঞাপন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

মুহাম্মদ আবদুর রশীদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলারর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন। 

নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষায় ব্যাপক উন্নতি করেছেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে সমুন্নত রাখার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী যে লক্ষ নিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই লক্ষ পূরণে আমি কাজ করে যাব। আমি মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার জন্য সব চেষ্টায় করবো।

বিজ্ঞাপন

এর আগে তিনি মাদরাসাটির উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |