ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

উত্তরা ইউনিভার্সিটির ২০ শিক্ষক পেলেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড

আরটিভি নিউজ

সোমবার, ১৯ জুন ২০২৩ , ১১:৩৪ এএম


loading/img

গবেষণায় ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষককে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) আয়োজিত রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ শিক্ষককে ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় সম্মানসরূপ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়।

বিজ্ঞাপন

রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ডে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক মো. আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গবেষণা ও প্রকাশনা কমিটির উপদেষ্টা আবিদ আজিজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ডের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মিজানুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |