ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

১০০ মিলিয়ন ছুঁয়েছে টুইটার প্রতিদ্বন্দ্বী ‘থ্রেডস’

পারভেজ মোশাররফ

সোমবার, ১০ জুলাই ২০২৩ , ০৭:০০ পিএম


loading/img

মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনেই হরেক রকম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নীল টিকের বিনিময়ে অর্থ নেওয়া, ব্যবহারকারীদের টুইটের সংখ্যা বেঁধে দেওয়ার মতো তার নানা পদক্ষেপে অনেকেই খেপে যান। সেই সুযোগটাই কাজে লাগিয়ে মার্ক জাকারবার্গ এই অ্যাপকে টুইটারের ‘বন্ধুত্বপূর্ণ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আর টুইটারের বিকল্প থ্রেডস প্রকাশ্যে আসতেই রীতিমতো ঝড় তুলেছে। এরইমধ্যে মাত্র পাঁচ দিনে ১০০ মিলিয়ন বা ১০ কোটি গ্রাহকের মাইলফলক ছুঁয়েছে জাকারবার্গের থ্রেডস। এর আগে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম সাত ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন ব্যবহারকারী থ্রেডসে সাইন আপ করে বলে জানান কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।

গত বুধবার অ্যাপল ও অ্যান্ড্রয়েড ভার্সনে থ্রেডস অ্যাপটি বিশ্বের ১০০টি দেশে প্রকাশ করা হয়। যদিও এটা এখনও ইউরোপের অনেক দেশ থেকে ডাউনলোড করা যাচ্ছে না। কারণ, মেটা এখনও ইউরোপীয় ইউনিয়নের ডাটা পলিসি মেনে চলার বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে টুইটারের ২০০ মিলিয়ন নিয়মিত ব্যবহারকারী রয়েছে। তবে ইলন মাস্কের অধীনে যাওয়ার পর থেকে এই অ্যাপটি নানা রকম জটিলতায় ভুগছে। অনেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

এ কারণেই অনেকেই টুইটারের বিকল্প খুঁজছিলেন। আর ঠিক সেই সুযোগ কাজে লাগিয়েই থ্রেডস নিয়ে হাজির হয়েছে মেটা। জাকারবার্গের বিরুদ্ধে থ্রেডস নিয়ে চুরি ও প্রতারণার অভিযোগ এনে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দিয়েছেন মাস্ক।

আর সহজেই ইনস্টাগ্রামের সাথে লিংক করা যায় বলে থ্রেডস আরও বেশি গ্রাহকবান্ধব। অনলাইন ডাটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কুইভার কোয়ান্টিটেটিভ জানিয়েছে গ্রিনিচ সময় সোমবার সকাল সাতটায় ১০০ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে থ্রেডস।

বিজ্ঞাপন

‘থ্রেডস’ কীভাবে কাজ করে?

থ্রেডসের পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে, আবার ইনস্টাগ্রামের পোস্টও থ্রেডসে শেয়ার করা যাবে। লিংক, ছবি, পাঁচ মিনিট দীর্ঘ ভিডিও শেয়ার করা যাবে পোস্টে।

তবে বুধবার কিছু প্রাথমিক ব্যবহারকারী থ্রেডসে ছবি আপলোড করার সময় সমস্যার কথা জানিয়েছেন।

ব্যবহারকারীরা একে অপরকে ফলো করতে পারবেন। অ্যাপের ফিড, যাকে মেটা বলছে ‘থ্রেড’, সেখানে তারা ফলো করা ব্যবহারকারীদের পোস্ট দেখতে পাবেন। সেইসাথে রেকমেন্ডেড পোস্টও দেখতে পাবেন।

তাদেরকে থ্রেডসে কারা মেনশন করতে পারবে সেটি ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া পোস্টের কমেন্ট সেকশন থেকে নির্দিষ্ট শব্দ ফিল্টারও করতে পারবেন।

অন্যদের প্রোফাইল আনফলো করা, ব্লক করা, রেস্ট্রিক্ট করা বা রিপোর্টও করা যাবে থ্রেডসে। তবে, কোনো ব্যবহারকারী যদি কারো ইনস্টাগ্রাম প্রোফাইল ব্লক করে, তাহলে একইসঙ্গে তার থ্রেডস প্রোফাইলও ব্লক হয়ে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |