ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ , ১০:৩১ এএম


loading/img

ডেঙ্গুর বাহক এডিস মশার যন্ত্রণায় অতিষ্ঠ দেশবাসী। দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও তত বাড়ছে। গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত পাঁচদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যথাক্রমে ৮২০, ৮৩৬, ৮৮৯, ১০৫৪ ও ১২৪৬ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৮৮ জন। এর মধ্যে চলতি মাসের প্রথম ১২ দিনেই মৃত্যু হয়েছে ৪১ জনের। যার মধ্যে অর্ধেকের বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে সর্বশেষ পাঁচ দিনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার জরিপে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর ঢাকা শহরের ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ বহুগুণ বেড়ে যেতে পারে।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩৭ জন। জুলাই মাসেই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৬৫ জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ১৪৩ জন।

গতকাল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৯১ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী রয়েছেন ২ হাজার ৫৩০ জন।

ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, ৪৮৮ জন। সেখানে শয্যা খালি না পেয়ে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি আছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে, ১৩০ জন।

বিজ্ঞাপন

এদিকে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঢাকা উত্তর সিটি মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালকে শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক শফিকুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |